ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

দেশে ফিরলেন আরও দেড়শ লন্ডন প্রবাসী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

করোনা পরিস্থিতিতে দেশে ফিরলেন আরও দেড়শ লন্ডন প্রবাসী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

এ সময় করোনা সার্টিফিকেটসহ আগতদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে সরকারি নির্দেশনায় সেনাবাহিনী ও পুলিশের সার্বিক তত্ত্বাবধানে তাদেরকে ৫টি বাসে করে সাতদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের। 

তিনি বলেন, ‘নতুন করে লন্ডন ফেরতদের মধ্যে হোটেল ব্রিটেনিয়ায় ৩৮, হোটেল অনুরাগে ১৯, হোটেল নূরজাহানে ১৬ জন, হোটেল হলিগেটে  ৩৪, হোটেল হলি সাইডে ১২, লা রোজে ১৮ ও স্টার প্যাসিফিক হোটেলে রয়েছেন ১৩ জন।’

এর আগে গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে আসেন ১৫৭ জন প্রবাসী। পরে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়। দ্বিতীয় দফা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হলে তাদেরকে সিলেটের খাদিমপাড়াস্থ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের কোয়ারেন্টাইনে নেয়া হয়। তাদের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন চিকিৎসকরা।
এআই/এসএ/