ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

বরিশালে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে মাঠে নেমেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের নির্দেশে নগরীর কাটপট্টি রোড এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

এ সময়ে বেশ কয়েকটি ফার্মেসি ও ওষুধ গোডাউনে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৭০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। এছাড়া বেশ কয়েক কার্টন গ্যাসট্রিকের নকল ওষুধ জব্দ করা হয়। 

ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা। এ সময় ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা ও বিএমপি পুলিশের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। 

এআই/এনএস/