ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

কর কাঠামোর প্রভাব পণ্যমূল্যের উপর পড়বে না

প্রকাশিত : ০১:০৪ পিএম, ২৮ মে ২০১৭ রবিবার | আপডেট: ০১:২৫ পিএম, ২৮ মে ২০১৭ রবিবার

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে কর কাঠামোর প্রভাব বাজারে পণ্যমূল্যের উপর পড়বে না বলেই মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যদিও ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা দ্বিগুণ করার কথাও সাংবাদিকদের জানিয়েছেন তিনি। এবার বাজেটের আকার চার লাখ কোটি টাকার কিছু বেশি হচ্ছে; তবে পরবর্তী বছরে তা ৫ লাখ কোটি টাকা হবে বলে দৃঢ় আশাবাদ জানান অর্থমন্ত্রী।
আগামী পহেলা জুন সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার সচিবালয়ে একুশে টেলিভিশনসহ কয়েকজন সাংবাদিকের সঙ্গে আসন্ন বাজেট নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
ভ্যাট ১৫ শতাংশই থাকছে উল্লেখ করলেও ব্যবসায়ীদের বার্ষিক টার্নওভার ৩০ লাখ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত ৩ শতাংশ কর প্রযোজ্য হবে বলে জানান অর্থমন্ত্রী। আর বার্ষিক টার্নওভার ৩০ লাখ টাকা পর্যন্ত ভ্যাটমুক্ত রাখার বর্তমান ব্যবস্থাই বহাল থাকছে। বাড়ানো হচ্ছে ব্যক্তিশ্রেনীর আয়করের সীমাও।
৯৫ হাজার কোটি টাকার বাজেট এখন ৪ লাখ কোটি ছাড়িয়ে যাচ্ছে, এটি সরকারের অর্জন বলে মনে করেন অর্থমন্ত্রী। পরের বছর যা ৫ লাখ কোটি টাকায় পৌছাবে বলেও জানান তিনি।
এবার অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার শিরোনাম হবে ‘উন্নয়নের মহাসাগরে বাংলাদেশ, সময় এখন আমাদের’। তিসি সাংবাদিকদেও সঙ্গে কথা বলেন, নিজের অর্জন-অনর্জন নিয়েও।
অন্যদিকে জেলা ভিত্তিক উন্নয়ন বাজেট না থাকলে সমৃদ্ধি আসবে না উল্লেখ করে আগামীতে বিষয়টিকে গুরুত্ব দেয়ায় কথাও বলেন অর্থমন্ত্রী।
এবারের বাজেট আগামী ২৯ জুন সংসদে পাশ হবে বলেও জানান অর্থমন্ত্রী।