ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

আইসিটি এ্যাক্ট বাতিল করা হবে বলে জানান তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ২৮ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৭:৪৫ পিএম, ২৮ মে ২০১৭ রবিবার

অসচ্ছ মুলধনের মালিকদের হাতে গণমাধ্যম চলে যাওয়া, চাকরির অনিশ্চয়তা ও নানামুখী চাপে সাংবাদিকতার স্বাধীনতা থাকছে না বলে মত দিয়েছেন গণমাধ্যম ব্যাক্তিত্বরা। রাজধানীতে এক আলোচনায় তারা আরো বলেন, আইসি অ্যাক্টের ৫৭ ধারা মুক্ত সাংবাদিকতার পথে বড় বাধা। সাইবার অপরাধ আইন বাস্তবায়িত হলেই আইসিটি এ্যাক্ট বাতিল করা হবে বলে জানান  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সাংবাদিকতায় মত প্রকাশের স্বাধীনতা প্রেক্ষিত বাংলাদেশ শিরনামে পিআইবি মিলনায়তনে এই আলোচনার আয়োজন করে সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম এন্ড কমিউনিকেশন। ইউনেস্কোর গবেষণা রিপোর্ট উপস্থাপন করেন অধ্যাপক শফিউল আলম ভূইয়া। আলোচনায় অংশ নেন গণমাধ্যম ব্যাক্তিত্বরা। সাংবাদিকতার স্বাধীনতার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা বিষয় তুলে ধরেন তারা।
মুক্ত সাংবাদিকতায় অসঙ্গতি ও প্রতিবন্ধকতা উত্তরনেও আসে নানা অভিমত।
বাংলাদেশের গণমাধ্যম নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে তথ্য উপাত্তের অভাব রয়েছে বলেও অভিমত ব্যাক্ত করেন তারা।
মুক্ত সাবাদিকতায় রাষ্ট্রের ভূমিকা ও সরকারের অবস্থান স্পষ্ট করেন তথ্যমন্ত্রী।
সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন দেশে থাকতে পারেনা বলেও জানান মন্ত্রী।