আগামীকাল অষ্ট্রিয়া যাচ্ছেন শেখ হাসিনা
প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ২৮ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৭:৫৫ পিএম, ২৮ মে ২০১৭ রবিবার

আন্তর্জাতিক পরমানু শক্তি সংস্থা-আইএইএ-এর ছয় দশক পূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনে যোগ দিতে আগামীকাল অষ্ট্রিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী জানালেন, এই প্রথম বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফরে যাচ্ছেন।
রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রনালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন,অস্ট্রিয়ায় আইএইএ-এর প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্যা টেকনিক্যাল কো-অপারেশন প্রোগ্রাম শীর্ষক সন্মেলনের আয়োজন করেছে অস্ট্রিয়া। বাংলাদেশের পারমানবিক প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জন নিয়ে সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শখ হাসিনা।