ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

বেকারত্বের হার কমছে

প্রকাশিত : ০৬:২৪ পিএম, ২৮ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৭:৩৩ পিএম, ২৮ মে ২০১৭ রবিবার

দেশে প্রান্তিক পর্যায়ে বেকারত্বের হার কমছে। ২০১৫-১৬ অর্থবছরে বেকারত্বের হার কমে নেমে আসে ৪ দশমিক ২ শতাংশে। এ সময়ে কর্মক্ষেত্রে নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ে ৬ দশমিক ৩ শতাংশ। কর্মসংস্থান বৃদ্ধি পায় সেবা খাতেও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের জরিপে এসব তথ্য উঠে আসে।
২০১৫-১৬ অর্থবছরে প্রান্তিক শ্রম শক্তির ওপর পরিচালিত জরিপ প্রতিবেদন তুলে ধরতেই বিবিএসের এই অনুষ্ঠান।
বিবিএস বলছে, ২০১৫-১৬ বছরে দেশের প্রান্তিক পর্যায়ে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ২ শতাংশ। যা ২০১৩ সালের তুলনায় শূন্য দশমিক ১ শতাংশ কম। তবে কৃষি খাতেই এখনো সবচেয়ে বেশী কর্মসংস্থান হচ্ছে।
২০১৩ সালের তুলনায় সেবা খাতে কর্মসংস্থান বেড়েছে ১১ শতাংশের ওপরে। তবে শহর ও আর গ্রামের মধ্যে বেকারত্বের হারের পার্থক্য রয়েই গেছে।
বিবিএস বলছে, ২০১৫-১৬ অর্থবছরে শিক্ষিত বেকার  ১২ ভাগের বেশী।
এদিকে, জরিপ প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলে বিসিএসকে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই এক তৃতীয়াংশ মানুষ কর্মক্ষেত্রে রয়েছেন বলে উঠে আসে বিবিএসএর জরিপে ।