যুক্তরাষ্টে বন্দুকধারীর গুলিতে ডেপুটি শেরিফসহ নিহত ৮
প্রকাশিত : ০৮:৪২ এএম, ২৯ মে ২০১৭ সোমবার | আপডেট: ১১:৫৭ এএম, ২৯ মে ২০১৭ সোমবার

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে ডেপুটি শেরিফসহ আটজন নিহত হয়েছে। সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ ।
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে আটজন নিহতের মধ্যে লিংকন কাউন্টির ডেপুটি শেরিফও রয়েছেন। শনিবার রাতে লিংকন কাউন্টির তিনটি বাড়িতে হামলা চালিয়ে সাতজনকে হত্যা করে বন্দুকধারী। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর হামলাকারীর গুলিতে নিহত হন ডেপুটি শেরিফ। এদিকে হামলার পর ৩৫ বছরের সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।