ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখাই বিচার বিভাগের কাজ

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২৯ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৭:৫৫ পিএম, ২৯ মে ২০১৭ সোমবার

সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখাই বিচার বিভাগের কাজ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ষোড়শ সংশোধনীর আপিল শুনানিতে এমিকাস কিউরি আজমালুল হোসেন কিউসির মতামত উপস্থাপনের সময় তিনি এ’ মন্তব্য করেন। ষোড়শ সংশোধনীর আপিল শুনানির নবম দিনে ডক্টর কামাল হোসেন সহ ৫ জন এমিকাস কিউরি মতামত উপস্থাপন করেন। তাদের মধ্যে চারজনই ষোড়শ সংশোধনী বাতিলে মত দেন। 


ষোড়শ সংশোধনীর আপিল শুনানির নবম দিনে প্রথমেই অসমাপ্ত মতামত উপস্থাপন শেষ করেন আইনজীবী এম আই ফারুকী। এর পরেই বক্তব্য রাখেন ডক্টর কামাল হোসেন, হাসান আরিফ, আব্দুল ওয়াদুদ ভূইয়া ও আজমালুল হোসেন কিউসি। তাদের মধ্যে ৩ জনই হাইকোর্টের রায়ের পক্ষে মত তুলে ধরেন। আর আজমালুল হোসেনের বক্তব্য অসমাপ্ত রেখে মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করেন আপিল বিভাগ।

এমিকাস কিউরি আজমালুল হোসেনের মতামত উপস্থাপনের সময়, সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখাই বিচার বিভাগের কাজ বলে মন্তব্য করে আপিল বিভাগ।
সিংক: মাহবুবে আলম, অ্যাটর্নি জেনারেল
প্রবীণ আইনজীবী ডক্টর কামাল হোসেন ষোড়শ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী বলে মতামত তুলে ধরেন।
এই সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে বলে মত দেন এ এফ হাসান আরিফ।
ষোড়শ সংশোধনীর আপিল শুনানিতে এ’ পর্যন্ত ৮ জন এমিকাস কিউরি মতামত উপস্থাপন করেছেন।