ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

শুভ সকাল তোমাকে

রকিবুল হাসান

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

গভীর অপেক্ষা পোড়ায় আমাকে তামাদী যৌবনে
অন্তস্বত্ত্বা রজনীর প্রসব চিৎকারে কাক্সিক্ষত সুন্দর
ভূমিষ্ট হয় নবজাত শিশুর মতো- এ কী প্রেম নাকি ভালোবাসা
অথবা ওসব কিছুই নয়- হৃদয় মেঘের কান্না।

অনিদ্রা নিশুতি রাত্রি- কবে কোন রাত শেষে নতুন সকাল
মুঠোভর্তি অকস্মাৎ শিউলিপ্রেম 
খুবই খুশি মুখ হয়ে গ্রামীণ তাঁতের কলাপাতা রঙের শাড়িতে
লাল ব্লাউজে যাত্রাবাড়ির যূথিকা তরুণী
উর্বর মৃত্তিকার মতো কী সুন্দর বললো আমাকে- শুভ সকাল।

অনেক অপেক্ষার আগুন ঝলসানো ভোরে
কলাপাতা রঙের তাঁতের শাড়িতে লাল ব্লাউজে
কাঁচা রোদের মতো দরোজায় আমার
কবিতার মতো বেদনার চোখে রক্তিমআভা 
কপালের টিপ করে কাঁপাকণ্ঠে বললে- ভালোবাসি
তোমার দুহাতের অঞ্জলিভরা তখন সমর্পণের নতুন কবিতা

অপেক্ষার বেদনা তখন অদ্ভুত সুন্দরে ফুটে ওঠে 
শিউলি সকাল- তারপর মেঘের লাজুকি আভাকোণ শাড়ির আঁচল
নেমে আসার মতো আনত চোখে তাকালে লালন-মাটিতে।

মুগ্ধতায় ডুবেছ তখন একতারা মাটির মরমি সুর
যাত্রাবাড়ির যূথিকা তরুণী কলাপাতা রঙের তাঁতের শাড়িতে
লাল ব্লাউজে আমার কবিতার মায়াবী প্রচ্ছদ-
কম্পিতকণ্ঠে ঠোঁটের রেখায় তখন
সকালের লাল টকটকে গোলাপের মতো ফুটে ওঠে-
                                   শুভ সকাল তোমাকে

আরকে//