গাংনীতে মাথায় গাছ পড়ে গৃহবধূর মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার
 
		
	মেহেরপুরের গাংনীতে মাথায় গাছ পড়ে নছিরন খাতুন (৫২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে। নছিরন খাতুন সাহারবাটি কড়ইতলা পাড়ার আব্দুল খালেকের স্ত্রী।
নছিরনের ভাতিজা বাদশা জানান, প্রতিবেশি আজিজুলের ছেলে আক্তারুলের কাঠালের গাছ কাটছিলো কাঠুরিয়া। গাছের পাতা নেওয়ার জন্য অন্যদের মত তার চাচী নছিরন খাতুন দাঁড়িয়ে ছিলো এসময় আকস্মিক ভাবে গাছ তার মাথায় উপর পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে গাংনী হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। নছিরনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কেআই//
 
