ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

নখের কোণা উঠা সমস্যার সমাধান

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ৩০ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১২:৫৪ পিএম, ৩১ মে ২০১৭ বুধবার

নখের কোণা উঠা একটা সমস্যা এখন প্রায়ই দেখা যায়। নখের কোণা উঠলে অঙ্গুলগুলো যেমন বিশ্রী দেখা যায় তেমনই স্বাস্থ্যের জন্যও বিরুপ প্রভাব পড়ে। আমাদের নখের নিচের মাংস খুবই স্পর্শকাতর। তাই একটু সামান্য সমস্যাতেই প্রচণ্ড ব্যথা ও ঘা হয়। হুট করেই নখের কোণায় প্রচণ্ড ব্যথা অনুভব করলেন। একটু খেয়াল করতেই দেখলেন যে বেকায়দা ভাবে নখ বৃদ্ধি পেয়ে মাংসের ভেতরে ঢুকে যাচ্ছ। আর এরকম অবস্থায় নখ কাটা অসম্ভব কেননা তাতে মাংস কাটা পড়বে। চলুন তাহলে জেনে নেই নখের কোণা উঠা সমস্যা প্রতিরোধ করার সহজ উপায়।

 

এক. হাত বা পা উষ্ণ লবণ পানিতে ভিজিয়ে রাখুন মিনিট দশেক। যতটা গরম সহ্য করতে পারেন, ততটা গরম পানি নেবেন।


দুই. কাজ শুরুর আগে মেনিকিউর সেট গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করে নিন।


তিন. তারপর হাত-পা ভালো করে মুছে নিন। মুছে নেয়ার পর যত্নসহকারে নখ কাটুন। বেড়ে ওঠা বাড়তি নখ ও তার আশেপাশে যতটা সম্ভব কেটে ফেলুন।


চার. এবার রয়ে যাওয়া বাড়তি নখ চিমটার সাহায্যে সামান্য উঁচু করে ধরুন এবং আরেকটি চিমটার সাহায্যে সামান্য একটু তুলো নখের নিচে গুঁজে দিন। খুব সাবধানে কাজটি করুন। এই কাজটি আপনার নখে ব্যথা হতে দেবে না।


পাঁচ. যতদিন নখে বড় না হচ্ছে আর আপনি কেটে যন্ত্রণাদায়ক বাড়তি কোণা বাদ দিতে না পারছেন, ততদিন পর্যন্ত এভাবেই তুলো দিয়ে রাখুন। দিনে দুই-একবার জীবাণুনাশক দিয়ে ধুয়ে তুলো বদলে দেবেন।


ছয়. যদি ইতিমধ্যেই ইনফেকশন হয়ে গিয়ে থাকে, তাহলে অবিলম্বে ডাক্তারের কাছে যান। এই পদ্ধতি অবলম্বন করবেন না।


সাত.  হাত-পা সর্বদা পরিষ্কার রাখুন এবংএরকম পরিস্থিতিতে মোজা পরিধান করবেন না।