ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছেন ফরাসী প্রেসিডেন্ট

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ৩০ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৪:৪৭ পিএম, ৩১ মে ২০১৭ বুধবার

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে বিভিন্ন বিষয়ে স্পষ্ট আলোচনা করেছেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
সিরিয়া ও ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে প্যারিসের ভার্সেলেইসে এ বৈঠকে বসেন দুই নেতা। আলোচনায় উঠে আসে বিভিন্ন রাজনৈতিক বিষয়। সিরিয়া ও ইউক্রেন ইস্যুতে দু’দেশই পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে। রাশিয়া ও ফ্রান্সের মধ্যে তিক্ততা নয়, তবে জোর করে সম্পর্ক টিকে রয়েছে। এদিকে সন্ত্রাস নির্মূলে ফ্রান্স সবসময় রাশিয়ার পাশে থাকবে বলে জানান ম্যাক্রন। অন্যদিকে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে দুই দেশের একযোগে কাজ করার কথা জানান প্রেসিডেন্ট পুতিন।