কক্সবাজারের টেকনাফ থেকে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড
প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ৩০ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:১০ পিএম, ৩০ মে ২০১৭ মঙ্গলবার

কক্সবাজারের টেকনাফ থেকে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। কোস্টগার্ডের স্টেশন কমান্ডার জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালায়। সেসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় চারটি বস্তায় ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।