ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

সাতক্ষীরায় ট্রলার ডুবে ৩ শ্রমিক নিখোঁজ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ০২:২০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে বেড়িবাঁধ ভেঙ্গে সৃষ্ট খালে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারটিতে থাকা ১২ জনের মধ্যে নয়জনকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে স্রোতের মুখে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকরা হলেন- বাবুর আলী, শফিকুল ও আজিজ। তারা আশাশুনির শ্রীউলা এলাকার বাসিন্দা। এছাড়া ট্রলার ডুবির ঘটনায় আহত একজনকে পাইকগাছার জায়গিরমহল হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা আলফাজ হোসেন জানান, ‘বাঁধের কাজে যাওয়ার পথে খাল পার হওয়ার সময় স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। ভাটার সময় হওয়ায় তারা মূল কপোতাক্ষ নদের দিকে ভেসে গেছে।’
এআই/ এসএ/