ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

মারা গেছেন কবি চৌধুরী বাবুল বড়ূয়া 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

কবি ও সমাজসেবক চৌধুরী বাবুল বড়ূয়া মারা গেছেন। তিনি গত সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ কবি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। 

সম্প্রতি ফ্রান্স থেকে ফিরে করোনায় আক্রান্ত হন কবি চৌধুরী বাবুল বড়ূয়া। এরপর হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে সোমবার মারা যান তিনি।

গতকাল মঙ্গলবার বান্দরবান মারমা কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান হয়। কবি, সাহিত্যিক ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

চৌধুরী বাবুল বড়ূয়া ১৯৬২ সালের ২১ আগস্ট মিয়ানমারের আরাকান রাজ্যের পালাহ্‌ওয়াহতে জন্মগ্রহণ করেন। বাবার মৃত্যুর পর ছয় বছর বয়সে সেখান থেকে বাংলাদেশে আসেন। পরে পরিবার নিয়ে চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুরে বসবাস শুরু করেন। এরপর বান্দরবানে স্থানীয়ভাবে বসবাস শুরু করেন তিনি। তিনি ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে এমএ পাস করেন। তিনি লিটল ম্যাগাজিন ‘সমুজ্জ্বল সুবাতাস’ সম্পাদনা করতেন।
এসএ/