ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

ইউপি নির্বাচনে প্রথম ধাপের ভোট ১১ এপ্রিল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

দেশের ৯টি পৌরসভা ও ২০ জেলার ৩২৩ ইউনিয়ন পরিষদে প্রথম ধাপের ভোট ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর খোন্দকার। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে ৭৬তম কমিশন সভা শেষে এ কথা বলেন ইসি সচিব। 

তিনি বলেন, ৩২৩ ইউনিয়নের মধ্যে ৪১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট হবে। বাকিগুলোতে ভোট হবে ব্যালটে। ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে; এরপরেই হবে তফসিল। 

আর এবারও চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হবে বলেই জানালেন ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর খোন্দকার। 

ভিডিও রিপোর্ট দেখুন-

এনএস/