ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

হিলি সীমান্তে ভারতীয় ফেনসিডিল ও শাড়ি উদ্ধার 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ০৬:০৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আনা ভারতীয় ৪৭৯ বোতল ফেনসিডিল ও ২৫টি শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফেরদৌস হাসান টিটো বলেন, ‘ভারত থেকে ফেনসিডিলের বড় একটি চালান নিয়ে চোরাকারবারিরা দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে বিজিবির ভাইগর ক্যাম্পের সদস্যরা সীমান্তের নন্দিপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’

এছাড়াও বিজিবির বাসুদেবপুর ক্যাম্প পৃথক অভিযান চালিয়ে ১৩৩ বোতল ফেনসিডিল ও ২৫টি শাড়ি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।  

এআই/