ঢাকা, বুধবার   ২০ আগস্ট ২০২৫,   ভাদ্র ৫ ১৪৩২

বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস

প্রকাশিত : ০৬:০২ পিএম, ৩১ মে ২০১৭ বুধবার | আপডেট: ০৬:১৯ পিএম, ৩১ মে ২০১৭ বুধবার

তামাক উন্নয়নের অন্তরায় এই প্রতিপাদ্যে বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস।
সকালে অতিরিক্তি জেলা প্রশাসক মফিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. উদয় শংকর চাকমা। বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের ফলে এর ব্যবহারকারীর সংখ্যা অনেকটা কমে এসেছে বলে মন্তব্য করেন। এসময় অন্যান্যের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. অংচালুসহ প্রশাসনের কর্মকর্তারা বক্তৃতা করেন।