ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

মুক্তিযোদ্ধা লে. এ. এম. এ. হকের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

বাংলাদেশ নৌবাহিনীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট এ. এম. আতাউল হকের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার টাংগাব গ্রামের সন্তান। ১৯৭৭ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান আতাউল হক।

তিনি ১৯৪৫ সালে ব্রিটিশ আমলে রয়েল ইন্ডিয়ান নেভিতে যোগ দেন। ১৯৪৭ সালে ভারত ভাগের পর পাকিস্তান নৌবাহিনীতে চাকরি স্থানান্তরিত হয়। ১৯৭১ সালে আতাউল হক পাকিস্তান নৌবাহিনী ত্যাগ করে বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধে যোগ দেন। 

স্বাধীনতা লাভের পর বাংলাদেশের নৌবাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। 

তার বিদেহী আত্মার শান্তি কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।
এসএ/