ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

ইরান ও রাশিয়ার কয়েকশ’ অ্যাকাউন্ট বন্ধ করলো টুইটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

নিয়মভঙ্গের অভিযোগে ইরান, রাশিয়া ও আর্মেনিয়ায় ৩৭৩টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) টুইটার জানিয়েছে যে, সংস্থাটির বেশকিছু নিয়মভঙ্গের কারণে ইরানে ২৩৪টি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। পাশাপাশি রাশিয়ার ১শ’ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা বলেছেন, ‘টুইটার অ্যাকাউন্ট ব্লক করার কারণ তদন্ত করবে মস্কো।’

এদিকে আর্মেনিয়ার ৩৫টি অ্যাকাউন্ট বন্ধের ঘোষণা দিয়ে টুইটার জানায়, ওইসব অ্যাকাউন্ট আজারবাইজানকে কেন্দ্র করে খোলা হয়েছিল।

এর আগেও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে রাশিয়া ও ইরানের কয়েকশ’ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল ফেসবুক ও টুইটার।
এএইচ/এসএ/