ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

লেখক মুশতাকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দি লেখক মুশতাক আহমেদের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকালে মহানগর থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে। 

বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাফি মোহাইমেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের পর সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টার দিকে স্বজনদের কাছে তা হস্তান্তর করা হয়। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য মরদেহের বিভিন্ন অঙ্গ সংরক্ষণ করা হয়েছে। লাশ গ্রহণ করেন মোশতাক আহমেদের খালু ও চাচাতো ভাই।’

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার মুশতাক গত বছরের মে মাস থেকে কারাবন্দি ছিলেন। 

কাশিমপুর কারাগার সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মুশতাক আহমেদ কারাগারে মাথা ঘুরে পড়ে যান। দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৮টা ২০ মিনিটে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়।
এআই/এসএ/