ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

মোংলায় পরিবহণ ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

মোংলায় পরিবহণ ধর্মঘটে চরম ভোগান্তিতে যাত্রী সাধারণ

মোংলায় পরিবহণ ধর্মঘটে চরম ভোগান্তিতে যাত্রী সাধারণ

খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে মোংলা-রুপসা-খুলনা মহাসড়কে সম্পূর্ণ বন্ধ রয়েছে বাস চলাচল। এ পরিবহণ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন এ রুটের যাত্রী সাধারণ। গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস মালিক সমিতি এ পরিবহণ ধর্মঘটের ডাক দেয়।
  
যাত্রীরা বলছেন, বাস চলাচল বন্ধ থাকায় আমাদের গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। রোগী নিয়েও চরম ভোগান্তি পোহাচ্ছেন স্বজনেরা।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় মাহেন্দ্র, অটো ও টমটম চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের। বাস চালকেরা বলছেন, খুলনায় বিএনপির সমাবেশ রয়েছে তাই মালিক সমিতির নেতারা তাদেরকে বাস চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
 
আজ শনিবার সকালে মোংলা বাসস্ট্যান্ডে পুলিশ মোতায়েন দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাসস্ট্যান্ডে সকাল থেকেই পুলিশ সতর্ক ছিল। 

এনএস/