ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

হিলি সীমান্তে মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

দিনাজপুরের হিলি সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় বিপুল পরিমান গরুমোটাতাজাকরণ ট্যাবলেট, ফেনসিডিল, মদ, আতশবাজী ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। 

শনিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন বিজিবি। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম জানান, ভারত থেকে গরুমোটাতাজাকরণ ট্যাবলেটের চালান নিয়ে চোরাকারবারীদল দেশে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে বিজিবির ঘাসুড়িয়া ক্যাম্পের সদস্যরা সীমান্তের নদী তীরবর্তি এলাকায় অভিযান চালায়। 

এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। এসময় সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় গরুমোটাতাজাকরণ পেরোপটিন ট্যাবলেট ২০ হাজার পিস, ডেক্সোন ট্যাবলেট ২০ হাজার পিস, ফেনসিডিল ৫০ বোতল ও মদ ১১ বোতল উদ্ধার করে। 

এছাড়া ভাইগর ক্যাম্প ৩০ বোতল ফেনসিডিল, ৩৮০ প্যাকেট আতশবাজী, বাসুদেবপুর ক্যাম্প ৩৮৪ বোতল ফেনসিডিল, ৫শ গ্রাম গাঁজা, অন্যান্য ২ প্রকার পণ্য, হিলি সিপি ক্যাম্প ফেনসিডিল ৪০ বোতল, গরুমোটাতাজাকরণ সিজিন ট্যাবলেট ৩০ হাজার পিস, ৪ পিস শাড়ি, অন্যান্য ৪ প্রকার পণ্য, মংলা ক্যাম্প ৫ পিস শাড়ি, ৩.৭ কেজি গাঁজা উদ্ধার করে।
কেআই//