ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

বরগুনায় বস্তা ভর্তি হরিণের চামড়া উদ্ধার

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

উদ্ধারকৃত হরিণের চামড়া

উদ্ধারকৃত হরিণের চামড়া

বরগুনার পাথরঘাটা থেকে বস্তা ভর্তি অবস্থায় ৫টি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টেংরা খাল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তা ভর্তি ওই হরিণের চামড়া উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, পাথরঘাটা স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার-এর নেতৃত্বে শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার টেংরা খাল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা থেকে ৫টি হরিণের চামড়া উদ্ধার করে কোস্টগার্ড। 

উদ্ধারকৃত চামড়ার মধ্যে তিনটি বড় এবং দুটি মাঝারি সাইজের হরিণের চামড়া ছিলো। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা কোস্টগার্ড। রাতেই ব্যবস্থা গ্রহণের জন্য চামড়াগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করেছে দেশের সমূদ্র উপকূলীয় অঞ্চলে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থাটি।

এনএস/