ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

আজ শহীদ তাজুল দিবস 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২ এএম, ১ মার্চ ২০২১ সোমবার

স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ তাজুল ইসলামের ৩৭তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮৪ সালের ১ মার্চ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে এবং শ্রমিক-কর্মচারীদের ৫ দফা দাবিতে ১৫ দল, ৭ দল ও ১১টি শ্রমিক ফেডারেশনের আন্দোলন চলাকালে স্বৈরশাসকের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীর হাতে তিনি নিহত হন।

তাজুল ইসলাম ছিলেন আদমজীর ট্রেড ইউনিয়ন নেতা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আদমজী শাখার সম্পাদক। বিভিন্ন দল ও সংগঠন আজ দিনটিকে ‘শহীদ তাজুল দিবস’ হিসেবে পালন করবে। দিবসটি উপলক্ষে সিপিবি, ছাত্র ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।

আজ সকালে রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী বেদিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে তাজুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার কথা রয়েছে। এ ছাড়া আলোচনা সভা, স্মরণসভা প্রভৃতি কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এসএ/