ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

ভোলায় শিক্ষা উপকরণ পেল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা 

ভোলা প্রতিনিধি 

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২ মার্চ ২০২১ মঙ্গলবার

ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ সামগ্রী বিতরণ করে রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকা।

ক্লাবের সভাপতি খাদিজা আকতার স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, বুদ্ধি প্রতিবন্দী স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক কবির। 

এছাড়া বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক এমএ তাহের, পূর্ব ইলিশা ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ, প্রভাষক রেহানা ফেরদৌস, আবৃত্তি শিল্পী শরমিন জাহান শ্যামলি প্রমুখ।

বক্তারা বলেন, ‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝেও অনেক প্রতিভা রয়েছ, তাদের সাথে মানবিক আচরণ করতে হবে। তাদের অবহেলা করা যাবে না।  তাদের দিকে বিশেষ যত্ন রাখতে হবে। এরা পরিবারের বোঝা নয়, এরাই একদিন হবে পরিবারের অন্যতম স্বচ্ছল ব্যক্তি।’

অনুষ্ঠানে রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকা স্কুলের শতাধিক শিশুকে স্কুল ব্যাগ, খাতা-কলম, রং পেন্সিল দেয়া হয়। একই সাথে শিক্ষার্থীদের জন্য একটি স্কুল ভ্যান দেয়া হয়।

এর আগেও রোটারি ক্লাব অব স্কাইলাইন ঢাকা করোনাকালীন সময়ে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, মাছের পোনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করে।
এআই/ এসএ/