ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

দেশে বর্তমানে ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ২ মার্চ ২০২১ মঙ্গলবার

দেশে বর্তমানে ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন, মহিলা ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন এবং হিজড়া হিসেবে ভোটার তালিকায় আছেন ৪৪১ জন।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘জাতীয় ভোটার দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকায় এ তথ্য জানানো হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যের প্রেক্ষিতে সিইসি কে এম নূরুল হুদা বলেন, ‘ভেবেছিলাম ভোটার দিবস হিসেবে তিনি কিছু বলবেন। কিন্তু তিনি রাজনৈতিক বক্তব্য রাখলেন। ইসিকে কতখানি হেয় করা যায়, কতখানি নিচে নামানো যায়, অপদস্থ করা যায় তা তিনি করে চলেছেন।’

তিনি বলেন, ‘মাহবুব তালুকদার সাহেব অভ্যাস গতভাবে আমাদের এ নির্বাচন কমিশনে যোগ দেয়ার পরদিন থেকে যা কিছু ইসির নেগেটিভ দিক তা পকেট থেকে একটা কাগজ বের করে পাঠ করতেন। আজকেও এর ব্যতিক্রম হয়নি। অবশ্য তিনি স্বাধীনভাবে কাজ করেন, বক্তব্য দেন, তার বক্তব্যে কখনো বাঁধা দেয়া হয় না।’

সিইসি বলেন, ‘দেশের নির্বাচন কমিশনের স্বার্থে তিনি কাজ করেন না। ব্যক্তি স্বার্থে ও একটা উদ্দেশ্য সাধন করার জন্য এ কমিশনকে অপদস্থ করার জন্য যতটুকু যা করা দরকার যখন যতটুকু করা দরকার, ততটুকু করেছেন উনি।’

সিইসির আগে বক্তব্য দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ‘আমার বক্তব্য’ শিরোনামে লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার বর্তমান নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে সমালোচনামূলক বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব, এনআইডি উইং মহাপরিচালক ও প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।

এসি