প্রস্তাবিত বাজেটের কারনে জীবনযাত্রার ব্যায় বেড়ে যাবে
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৫২ পিএম, ১ জুন ২০১৭ বৃহস্পতিবার

প্রস্তাবিত বাজেটের কারনে জীবনযাত্রার ব্যায় বেড়ে যাবে বলে আশংকা করেছেন গবেষনা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির বিশেষ ফেলো দেব প্রিয় ভট্টাচার্য। তবে মানব সম্পদ উন্নয়ন ও যোগাযোগ খাতের উন্নয়ন প্রকল্পকে ইতিবাচক দেখছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। আর সাবেক তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করেন।