ঢাকা, বুধবার   ২০ আগস্ট ২০২৫,   ভাদ্র ৫ ১৪৩২

ফিলিপাইনের সামরিক বাহিনীর বিমান হামলায় দেশটির ১১ সেনা নিহত

প্রকাশিত : ০৮:২০ পিএম, ১ জুন ২০১৭ বৃহস্পতিবার


জঙ্গি গোষ্ঠী আইএস’র সহযোগীদের দখল থেকে একটি শহরকে মুক্ত করতে ফিলিপাইনের সামরিক বাহিনীর বিমান হামলায় দেশটির ১১ সেনা নিহত হয়েছে।
হামলায় আহত হয়েছে আরো ৮ সেনা। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেঞ্জানা। কোনো এক ভুলে এ হামলা হয়েছে জানিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। ২৩ মে জঙ্গিগোষ্ঠী আইএস এর সঙ্গে সম্পর্কিত বিদ্রোহীরা মারাউয়ি শহরটি দখলে নেয়। বিদ্রোহীদের হঠাতে অভিযান শুরু করে ফিলিপিন্সের সশস্ত্র বাহিনী। নয় দিন ধরে চলা অভিযানে ৩৮ সেনা, ১৯ বেসামরিক ও ১২০ বিদ্রোহী নিহত হয়েছে।