ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

হিলি স্থলবন্দরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৩২ পিএম, ৪ মার্চ ২০২১ বৃহস্পতিবার

দিনাজপুরের হিলি স্থলবন্দরের যানজট নিরসনে সড়কের দুই পাশে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথভাবে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। স্থলবন্দরের চারমাথা মোড় থেকে শুরু করে বন্দরের গেট পর্যন্ত বলে এই অভিযান।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ও পৌর মেয়র জামিল হোসেন চলন্তের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

সড়কের পাশের ফুটপাথ ও ড্রেনের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে মানুষ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলামসহ সকল কাউন্সিলর বৃন্দ, প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, হিলি স্থলবন্দরের প্রধান সমস্যা হলো যানজট, যার কারণে মানুষজনকে খুব দুর্ভোগ পোহাতে হয়। সড়কের পাশ্বের ড্রেন ও ফুটপাথের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল যার কারণে সাধারণ মানুষজনকে পায়ে হেটে চলাচল করতেও সমস্যা হচ্ছিল।

তিনি আরও বলেন, মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আজ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অনেককে তাদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। ভবিষ্যতে কেউ যেন এগুলো পুনরায় দখল করে স্থাপনা নির্মাণ করতে না পারে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। 

এএইচ/