ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ফল আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫ এএম, ১২ মার্চ ২০২১ শুক্রবার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) কার্যনির্বাহী কমিটির দুই দিনব্যাপী নির্বাচনের ভোট গ্রহণ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। ভোট গণনা শেষে আজ শুক্রবার এ নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার অনিক আর হক সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে ভোট গণনা শুরু হবে। কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে এবারের নির্বাচনে মোট প্রার্থী হয়েছিলেন ৫১ জন। বার নির্বাচনে গতকাল দুই হাজার ৮৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগের দিন বুধবার ভোট দেন দুই হাজার ৮২৩ জন ভোটার।

ফলে দু’দিনে সব মিলিয়ে ভোট দিয়েছেন পাঁচ হাজার ৬৭৬ জন। সমিতির মোট ভোটার মোট সাত হাজার ১২২ জন।
এসএ/