ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

বিমানবন্দরে বসানো হলো অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১২ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তির ফুল বডি এক্সরে। এতে বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি সময়ও বাঁচবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানালেন, তৃতীয় টার্মিনালেও বসবে সর্বাধুনিক নিরাপত্তা প্রযুক্তি।

বহুদিন ধরেই প্রথাগত স্ক্যানার দিয়েই বিমানবন্দরগুলোর নিরাপত্তা তল্লাশী চলছিলো। ফলে অনেক সময় চোখ ফাঁকি দিয়ে ঘটে যায় অনাকাঙ্খিত ঘটনা। তাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক স্ক্যানার।

স্ক্যানারটি যুক্ত হলে শুধু শরীর স্ক্যানই নয়, করোনাকালে হাতের স্পর্শ ছাড়াই সবকিছু শনাক্ত করা যাবে। এরইমধ্যে ৪টি ফুল বডি স্ক্যানার বসেছে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে।

বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, নির্মাণাধীন তৃতীয় টার্মিনালেও থাকবে সর্বাধুনিক নিরাপত্তা প্রযুক্তি।

এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, উইদাউট টাচ, এটা তো অলরেডি ট্যামপ্রেচার কন্ট্রোল ও গেটগুলোতে যেগুলো লাগানো হয়েছে সেগুলো তো টাচবিহীন। এখন আমাদের চেকিংগুলোকে টাচবিহীন করার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে তৃতীয় টার্মিনালে এই কনসেপ্টটা চলে আসবে। কোভিড আমাদের নতুন একটা মাত্রা দিয়েছে চিন্তা ভাবনা করার জন্য এবং সবকিছু টাচবিহীন করার জন্য। এই যন্ত্রগুলো পর্যায়ক্রমে আসবে, একদিনে তো সম্ভব নয়।

করোনা মহামারি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন করে ভাববার সুযোগ করে দিয়েছে বলেও জানান বেবিচক চেয়ারম্যান।

এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, এই পেনডেমিক আমাদের দেখিয়ে দিচ্ছে যে ভবিষ্যতের টাচলেচ অথবা অটোমেটেড সিস্টেম সম্পর্কে। এগুলো আমরা বাস্তবায়ন করবো।

ধাপে ধাপে নতুন প্রযুক্তি দেশের সব বিমানবন্দরে স্থাপন করা হবে বলেও জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান।
দেখুন ভিডিও :

এএইচ/এসএ/