ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

সাভার ও লক্ষ্মীপুর থেকে নব্য জেএমবি’র ৩ সদস্যকে আটক

প্রকাশিত : ০১:১৪ পিএম, ৪ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০১:৫৬ পিএম, ৪ জুন ২০১৭ রবিবার

সাভার ও লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে নব্য জেএমবি’র ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তাদের মধ্যে দুইজনকে সাভার এবং একজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
পলাতক এই জঙ্গিরা ফিটকারী কারখানা ও সেলুনের প্রসাধনী ব্যবসার আড়ালে সংগঠনের অর্থ সংগ্রহ করতো বলে জানিয়েছে পুলিশ। নব্য জেএমবি’র অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহের দায়িত্বও পালন করতো তারা। গত ২৭ মে সাভারের গেন্ডায় নব্য জেএমবি’র আস্তানায় অভিযান চালায় পুলিশ। ওই আস্তানা থেকে ৭টি গ্রেনেড, ৩টি বিস্ফোরক বন্ধনী ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। গ্রেপ্তার হওয়া জঙ্গিরা অভিযানের আগে ওই আস্তানা থেকে পালিয়ে গিয়েছিলো বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট।