ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছে বিএসএফআইসি  

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২১ বুধবার

যথাযথ মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছে বিএসএফআইসি। গতকাল বুধবার সূর্যোদয়ের সাথে সাথে বিএসএফআইসি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন কর্যাক্রম শুরু করেন স্ংস্থার  চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান অপু।

এরপর সকাল ১০ টায় শিল্প মন্ত্রণালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার ম্যূরালে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শিল্পমন্ত্রী, প্রতিমন্ত্রী, শিল্প সচিব, বিএসএফআইসি চেয়ারম্যান, ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।

আরকে//