ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

সমুদ্রের ডাক

নীলাঞ্জন বিদ্যুৎ

প্রকাশিত : ১১:২৪ পিএম, ১৭ মার্চ ২০২১ বুধবার

তিনি দিগন্তে মুখ তুলে ডাকতেন
অমনি এসে যেত বঙ্গোপসাগর থেকে
জেলভাঙা কয়েদীর মত বাতাসেরা
আমরা প্রাণ ভরে শ্বাস নিতাম।

তিনি কথা বলতেন তরঙ্গের ভাষায়
আমাদের ভেতর মুহূর্তে বয়ে যেত    
               অমন তরঙ্গভরা নদী।
সমুদ্রের ডাক প্রত্যেক নদীর
পরম কাঙ্ক্ষিত; তিনি আমাদের
ভেতরের নদীগুলোকে সমুদ্রের ডাক
দিয়েছিলেন। তার ডাকে বন্দুকের ছায়ায়
কাঁপতে থাকা আমরা সংহত হলাম
ঝড়ের মুখে বেতসের মত।
ধনুকভাঙা পণে নিজেদের সজ্জিত করলাম
               বারুদের বিপরীতে গোলাপে
হিংসার বিপরীতে সঙ্গীতে
অর্ধনমিত পতাকার বিপরীতে
ঘুড়ির রঙিন উৎসবে।
এক সময় আমাদের তরুপল্লব
নত হতে যাচ্ছিল ফুলের ভারে
আকাশ ভিজে উঠছিল জোছনার জলরঙে।
তারপর আমরা 
তার নাম মুছে দিতে চাইলাম।