ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

ঝালকাঠির ১০ রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৩ মার্চ ২০২১ মঙ্গলবার

বরিশাল শহরের রূপাতলী বাসস্ট্যান্ডে শ্রমিকদের হামলায় ঝালকাঠির বেশ কয়েকজন বাস শ্রমিক আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ঝালকাঠি থেকে ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবারের (২২ মার্চ) এই হামলার ঘটনায় ঝালকাঠি বাস শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (২৩ র্মাচ) সকাল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই ঝালকাঠি মালিক-শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিলে এ রুটে নিয়মিত চলাচলকারী সাধারণ মানুষ ও বাসযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বলনে, সোমবার (২২ র্মাচ) রাতে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে শ্রমিকদের হামলায় ঝালকাঠির বেশ কয়েকজন বাস শ্রমিক আহত হন। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে রুটের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে অনর্দিষ্টিকালের ধর্মঘটের ডাক দেন।

আকস্মিক এই ধর্মঘটের ফলে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠির সঙ্গে বাস চলাচল বন্ধ থাকায় অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

উল্লেখ্য, বরিশাল-ঝালকাঠিসহ ৬ জেলায় প্রায়ই মালিক-শ্রমিক দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীসহ স্থানীয়দের। এর কোন স্থায়ী সুরাহা করতে পারেনি প্রশাসন।
এএইচ/এসএ/