ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

জমে উঠেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০১ পিএম, ২৪ মার্চ ২০২১ বুধবার

জমে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। রোড শোতে গানে গানে চলছে নির্বাচনী প্রচার। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম সব দলই তাদের প্রতিশ্রুতি নিয়ে গান বেঁধেছে। সেই সাথে প্যারোডি গানে একে অপরকে ঘায়েলের চেষ্টাও চলছে। 

দারুন জমেছে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন। কথার লড়াইতো লেগেই আছে। এরইমধ্যে ভাইরাল হয়েছে ‘খেলা হবে’ ডায়ালগটি। শুধুই কি কথার লড়াইয়ে থেমে আছে সব কিছু? প্রচারের মাঠে খেলা হবে- এই ডায়ালগেই গান নিয়ে এসেছে তৃণমূল।  

তৃণমূলের রোড শো, মিছিলে মিছিলে এই গান।

আবার মমতাই যে বাংলার জন্য যোগ্য- প্রচারের মাঠে তাই এই গানটিই বাজাচ্ছে তৃণমূল। 

তৃণমূলকে টার্গেট করে গানে গানে সোনার বাংলা করার প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। সেখানে মমতা ও তার ভাইপো অভিষেককে নিশানা করেছে বিজেপি।

মমতাকে টার্গেট করে এরকম অ্যানিমেশন গানও আছে বিজেপির প্রচারে। 

বসে নেই বামেরাও। গানে গানে তুলে ধরেছে পশ্চিমবঙ্গের হাল। 

সবাইকে ছাড়িয়ে গেছে টুম্পা সোনা। পশ্চিমবঙ্গের অলিগলি এখন সরগরম, সিপিএম-এর বানানো গানটি নিয়ে।

লুঙ্গি ড্যান্সের সুরে হাল ফেরানোর আহ্বান আছে কাস্তে হাতুরির সিপিএমের। 

উষা উত্থুপের উরি উরি গানে আর্থিক কেলেঙ্কারি, সিবিআইয়ের হানা, নারদা মামলা, কয়লা-কোকেন কেলেঙ্কারি স্থান পেয়েছে।

কংগ্রেস আছে গানের লড়াইয়ে। খেলতে চায় তারাও। তৃণমূলের খেলা হবের পাল্টা খেলা হবে গানে তৃণমূল-বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস। 

গানে গানে প্রচার চললেও ভোটের খেলা চলবে ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। ২ মে জানা যাবে খেলার ফল। 
দেখুন ভিডিও :

 

এএইচ/ এসএ/