ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৫ ১৪৩১

আজ রংপুর ক্যান্টনম্যান্ট ঘেরাও দিবস 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫ এএম, ২৮ মার্চ ২০২১ রবিবার

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী বাহিনীর উত্তরাঞ্চলীয় ট্যাংক ডিভিশনের প্রধান সেনাঘাঁটি রংপুর ক্যান্টনম্যান্ট ঘেরাও করে বীরজনতা। 

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চ কালো রাতে ঢাকায় নির্বিচার গণহত্যা এবং ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে তীর ধনুক লাঠি নিয়ে ক্যান্টনমেন্ট ঘেরাও করে মুক্তিকামী হাজার হাজার মানুষ। 

তাদের উপর পাকিস্তানী বাহিনী নির্বিচারে গুলি চালায়। নিহত হয় কয়েকশ’ মানুষ। 

মুক্তিযুদ্ধের শুরুতেই রংপুরবাসীর অসামান্য বীরত্ব আর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি রংপুরবাসীর।

এএইচ/