ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের পদত্যাগ বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেঃ ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ১৭ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৫:০০ পিএম, ১৭ মার্চ ২০১৬ বৃহস্পতিবার

okaবাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় নৈতিক দায় স্বীকার করে সাবেক গভর্নর প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে চারলেনের কাজ পরিদর্শনে এসে মন্ত্রী একথা বলেন। সেসময় তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় সরকার বিব্রত। এই অর্থ চুরির সঙ্গে যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। এরিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী জুন মাসের মধ্যে ঢাকা- ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম চারলেন সড়কের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।