ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

বৃদ্ধের মৃত্যু নিয়ে বিভ্রান্তি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৩ পিএম, ৩১ মার্চ ২০২১ বুধবার

জয়পুরহাটের ক্ষেতলালে দীনেশ কুমার মহন্ত (৭০) নামে এক বৃদ্ধ শ্বাসকষ্টে মারা যান। মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যায় তিনি উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে পরলোকগমন করেন। এদিন রাতেই তার লাশ দাহ করা হয়। এর আগে তিনি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি ছিলেন। 

কিন্তু তার মৃত্যুর কারণ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। দীনেশ কুমার করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন বলে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী আজ বুধবার সকালে জানান। তবে করোনায় সংক্রমিত হয়ে ওই বৃদ্ধের মারা যাওয়ার কথা জানেন না বলে জানিয়েছেন ক্ষেতলালের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  এ এফ এম আবু সুফিয়ান ও ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতাউর রহমান।

সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী বলেন, ‘বৃদ্ধ দিনেশ মঙ্গলবার জেলা আধুনিক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।  তার করোনা পজেটিভ ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তিনি মারা যান।’

তবে ক্ষেতলালের ইউএনও আবু সুফিয়ান বলেন, ‘বৃদ্ধ দীনেশ শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে মঙ্গলবার সকালে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানান্তর করেন। কিন্তু স্বজনরা তাকে  নিজ বাড়িতে নিয়ে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান। ওইদিন রাত আটটার পর তার লাশ দাহ করা হয়েছে। বৃদ্ধ করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া কথা স্বাস্থ্য বিভাগ থেকে স্থানীয় প্রশাসনকে জানানো হয়নি। যদি বৃদ্ধ দীনেশ করোনায় মারা যান এমনটা নিশ্চিত করলে তার বাড়িটি লকডাউন করা হবে।’

তবে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) আতাউর রহমান বলেন, ‘বৃদ্ধ দীনেশ করোনায় মারা গেছেন তথ্যটি সঠিক নয়। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে বৃদ্ধার নমুনা সংগ্রহ করা হয়নি।’
এআই/এসএ/