ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫,   ভাদ্র ৬ ১৪৩২

লন্ডন হামলাকারীদের মধ্যে দুইজনের নাম ও ছবি প্রকাশ

প্রকাশিত : ০১:০০ পিএম, ৬ জুন ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০২:০২ পিএম, ৬ জুন ২০১৭ মঙ্গলবার

লন্ডন হামলাকারীদের মধ্যে দুইজনের নাম ও ছবি প্রকাশ করেছে ব্রিটেনের পুলিশ।
তাদের একজন পাকিস্তানি এবং অন্যজন লিবিয়ান বংশোদ্ভূত। হামলাকারী খুরাম শাজাদ বাট পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। পুলিশ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা তার সম্পর্কে আগে থেকেই জানতো। ইসলামপন্থী উগ্রবাদীদের নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রে তাকে দেখা গিয়েছিলো। অন্যজনের নাম রাশিদ রেদুয়ান। শনাক্ত করা দুজনই পূর্ব লন্ডনের বার্কিং এলাকার বাসিন্দা। শনিবার রাতে লন্ডন ব্রিজ ও বারা মার্কেট এলাকায় পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয় সন্ত্রাসীরা। পরে ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা চালায় তারা।