ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭ এএম, ২ এপ্রিল ২০২১ শুক্রবার

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (২০২১-২২) আজ। বিএফডিসিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিচ্ছে তিনটি প্যানেল। এগুলো হচ্ছে সোহানুর রহমান সোহান-শাহীন সুমন, শাহ আলম কিরণ-সাফি উদ্দিন শাফি, কাজী হায়াৎ-এস এ হক অলিক। সভাপতি, মহাসচিবসহ কমিটির ১৯ পদের বিপরীতে তিনটি প্যানেল ও স্বতন্ত্র মিলে মোট ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। কমিশনারের দায়িত্ব পালন করছেন আ স ম শফিকুর রহমান ও বিএইচ নিশান। আর আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন দেওয়ান নজরুল। 

নির্বাচনে মোট ভোটার ৩৬১ জন। গত ৩১ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতিতে নতুন নির্বাচন পিছিয়ে যায়। 

২০১৯ সালের ২৫ জানুয়ারি সর্বশেষ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মুশফিকুর রহমান গুলজার সভাপতি আর বদিউল আলম খোকন মহাসচিব নির্বাচিত হন।
এসএ/