ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

ওষুধ শিল্প সমিতি : সভাপতি নাজমুল হাসান, মহাসচিব শফিউজ্জামান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ২ এপ্রিল ২০২১ শুক্রবার

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে ফার্মাটেক কেমিক্যালসের চেয়ারম্যান নাজমুল হাসান এবং মহাসচিব হিসেবে হাডসন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এসএম শফিউজ্জামান নির্বাচিত হয়েছেন। তারা আগামী দুই বছর এ দায়িত্বে থাকবেন। সমিতির ৫০তম বার্ষিক সাধারণ সভায় সব সদস্যের সম্মতিতে তারা এ পদে নির্বাচিত হন। 

সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির সিনিয়র সহসভাপতি, গ্লোব ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ সহসভাপতি এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের উপব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ হালিমুজ্জামান কোষাধ্যক্ষ হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম, ইনসেপ্টা ভ্যাকসিনের ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির, ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমএ হায়দার হোসেন, জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক, নুভিস্টা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক এসএ রাব্বুর রেজা, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেন, ডেল্টা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন, রেনাটার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়সার কবীর, পপুলার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, এসিআই হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক এম মুহিবুজ্জামান, এমিকো ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুল ইসলাম, নোভারটিজের (বাংলাদেশ) এমডি ডা. মোহাম্মাদ রিয়াদ মামুন প্রধানী, ওয়ান ফার্মার এমডি কেএসএম মোস্তাফিজুর রহমান, ভেরিতাস ফার্মাসিউটিক্যালসের এমডি শারিতা মিল্লাত, দ্য এক্‌মি ল্যাবরেটরিজের পরিচালক তাসনীম সিনহা, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের (কেমিক্যাল ডিভিশন) নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এমডি তপন চৌধুরী, জেনারেল ফার্মাসিউটিক্যালসের এমডি ডা. মোমেনুল হক, মেডিমেট ফার্মাসিউটিক্যালসের এমডি খন্দকার তারিক-উল ইসলাম ও জিসকা ফার্মাসিউটিক্যালসের এমডি আমিনুল ইসলাম খান।
এসএ/