বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২ এপ্রিল ২০২১ শুক্রবার
গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক হলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক বিনায়ক সেন। বৃহস্পতিবার এ পদে যোগ দেন তিনি।
বিনায়ক সেন সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদের স্থলাভিষিক্ত হলেন।
মহাপরিচালক পদে যোগ দেওয়ার আগে বিনায়ক সেন একই প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ছিলেন। ১৯৮৬ সালে এ প্রতিষ্ঠানে যোগ দেন তিনি। দীর্ঘ কর্মজীবনে বিশ্বব্যাংক, এশিয় উন্নয়ন ব্যাংকসহ নানা আন্তর্জাতিক সংস্থায় গবেষক ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দেশি-বিদেশি জার্নালে তার বহু গবেষণা নিবন্ধ প্রকাশ হয়েছে।
এসএ/
