ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬ পিএম, ২ এপ্রিল ২০২১ শুক্রবার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৪৫ পিস ইয়াবা টেবলেটসহ ইব্রাহিম ফজর আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ফজর আলী উপজেলার কলিগাঁও গ্রামের জালাল উদ্দিনের ছেলে। শুক্রবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল কলিগাঁ গ্রামে স্থানীয় পুকুর সংলগ্ন কাচারাস্তা থেকে ইব্রাহিম ফজর আলীকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে। পরে এ ব্যাপারে তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি মামলা রুজু করা হয়।

রাণীশংকৈল থানার অফিসার্স ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কেআই//