চলতি অর্থবছরের ১১ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৬৪ দশমিক ৭২ শতাংশ
প্রকাশিত : ০৪:৩২ পিএম, ৬ জুন ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:২৩ পিএম, ৬ জুন ২০১৭ মঙ্গলবার

চলতি অর্থবছরের ১১ মাসে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি বাস্তবায়ন হয়েছে ৬৪ দশমিক ৭২ শতাংশ। দুপুরে একনেক বৈঠকের পর একথা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসড়কের পাশে স্কুল, কলেজ ও মাদ্রাসা গুলোয় ক্লাস শুরু ও শেষের সময় দুর্ঘটনা এড়াতে ট্রাফিক ব্যবস্থা রাখার নির্দেশ দেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।
২০১৬-১৭ অর্থবছরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের আঠাশতম সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এতে সভাপতিত্ব করনে। শিক্ষার মানোন্নয়ন, বিভিন্ন জেলায় টেক্সটাইল স্থাপন, আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও মানোন্নয়নসহ তিন হাজার সাত’শ তেইশ কোটি টাকা ব্যায়ে এগারটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
সভা শেষে প্রকল্পগুলোর ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা করেন পরিকল্পনামন্ত্রী। এডিপি বাস্তবায়নের চিত্রও তুলে ধরেন।
আঞ্চলিক সড়কের পাশে স্কুল, কলেজ ও মাদ্রাসা থাকলে ট্রাফিক ব্যবস্থা থাকতে হবে, প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার কথাও জানান মোস্তফা কামাল।
তবে উন্নত দেশের মতো শিক্ষাখাতে গবেষণা বাড়াতে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।