১৮ হাজার ৩৭০ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার সম্পূরক বাজেট পাস
প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ৬ জুন ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:১৪ পিএম, ৬ জুন ২০১৭ মঙ্গলবার

সংসদে চলতি ২০১৬-১৭ অর্থবছরের ১৮ হাজার ৩৭০ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী উত্থাপতি নির্দিষ্টকরণ সম্পূরক বিল-২০১৭ পাসের মধ্য দিয়ে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত ব্যায়ের অনুমোদন দিলো সংসদ। সাংসদদের বিভিন্ন সমালোচনার জবাব দেন অর্থমন্ত্রী। ব্যাংকে আমানতকারীদের ওপর আবগারী শুল্ক নতুন কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।
২০১৬-১৭ অর্থ বছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ যে অতিরিক্ত অর্থ ব্যায় করেছে, তা অনুমোদনের জন্য পহেলা জুন নতুন বাজেটের সাথে এই সম্পূরক বাজে পশে করেন অর্থমন্ত্রী। মঙ্গলবার স্পীকার ডক্টও শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে খাত ওয়ারী মঞ্জুরী প্রস্তাব নিষ্পত্তি করা হয়।
চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ অতিরিক্ত খরচের
মঞ্জুরি দাবি উত্থাপন করা হয়।
সম্পূরক বাজেটের ওপর বিরোধীদলের সদস্যরা মোট ১৫০টি ছাঁটাই প্রস্তাব আনেন, এর মধ্যে ৪টি দাবির ওপর আনা ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা হয়। অতিরিক্ত বরাদ্দ নেয়ায় সরকারের সমালোচনা করেন বিরোধী দলের সদস্যরা।
তবে তাদের সবগুলো ছাটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
সম্পূরক বাজেটের আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, সঞ্চয় পত্রের সুদের হার ব্যাংক আমানতের সুদের হারের চেয়ে দুই শতাংশ বেশী হবে।
অর্থমন্ত্রী কথা বলেন, ব্যংকে আমানতকারীদেও আবগারী শুল্ক নিয়েও।
বিদেশে অর্থ পাচার প্রসঙ্গে তিনি বলেন, এটি বন্ধ করা সম্ভব নয়; তবে কমানোর চেষ্টা করছে সরকার।