শীপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং ইন্ডাষ্ট্রির প্রত্যাহারে দাবী
প্রকাশিত : ০৬:০৩ পিএম, ৬ জুন ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:২২ পিএম, ৬ জুন ২০১৭ মঙ্গলবার

প্রস্তাবিত বাজেটে শীপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং ইন্ডাষ্ট্রির উপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারে দাবী জানিয়েছেন শীপ ব্রেকার্স এন্ড রিসাইক্লাস এসোসিয়েশন।
দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতার এ দাবি জানান। জাহাজের স্ক্র্যাপের উপর ১৫% ভ্যাট আরোপের কারনে লৌহজাত সামগ্রীর মূল্য প্রতি টনে ৭ থেকে ৮ হাজার টাকা বৃদ্ধি পাবে বলে অভিযোগ করেন তারা। কর হ্রাস করা না হলে এ শিল্প প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে। এর ফলে বেকার হয়ে যাবে ৭ লাখেরও বেশী মানুষ।