বসুন্ধরা কনভেনশন সেন্টারে চলছে ইফতারি মেলা
প্রকাশিত : ০৭:৩১ পিএম, ৬ জুন ২০১৭ মঙ্গলবার

রমজান উপলক্ষে বসুন্ধরা কনভেনশন সেন্টারে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ইফতারি মেলা। পুরনো ঢাকার ঐতিহ্যবাহী নান্না বিরিয়ানী, মোগলই আজম, বহেরাসহ ছোটবড় ৫৫টি ষ্টলে নানা স্বাদ ও বর্ণের ইফতারি সাজিয়েছেন দোকানীরা। তবে বিক্রেতারা বলছেন গতবারের তুলনায় এবার বিক্রি কম।
রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী প্রায় সব ধরনের খাবার নিয়ে ১লা রমজান থেকে শুরু হয়েছে ইফতারি মেলা।
বড় বাপের পোলায় খায় নামক বিশেষ খাবার, বিরিয়ানী, তেহারী, কাবাব, আস্ত খাশি, খাশির লেগরোষ্ট, শাহী হালিম, কালোভুনা, রেজালা, নেহারি, চাপ সহ মোগলাই নানা খাবারের সমারোহ এখানে।
বিভিন্ন প্রকারের ঝাল খাবারের সাথে আছে ফলের জুস, জাফরানী বাদাম পেস্তা দুধের সরবত, শাহী লাবাং, আচার সহ বিভিন্ন ধরনের খেজুর।
দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দোকানীরা জানান প্রতিদিন গুণমান ঠিক রেখে রোজাদারদের হাতে তুলে দেয়া হচ্ছে প্রতিদিনের ইফতার।
পয়লা রমযান থেকে শুরু হওয়া এই আয়োজন ২৭ রমযান পর্যন্ত চলবে।