ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

ঈদের আগে সরগরম দর্জি বাড়ি

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ৭ জুন ২০১৭ বুধবার | আপডেট: ১০:৪৩ এএম, ৭ জুন ২০১৭ বুধবার

বছরের বিশেষ কয়েকটি দিন ঘিরে সরগরম হয়ে ওঠে দর্জি বাড়ি। ঈদ উৎসবের আগে ব্যস্ততা বাড়ে সবচে’ বেশি। দিনরাত চলে মেশিন, দীর্ঘ রাত পর্যন্ত কাজ করেন দর্জিরা। তবে এবার দর্জিবাড়ি এখনো খুব একটা জমেনি। ফুটপাথ থেকে হকার তুলে দেয়াকেও অর্ডার কম হওয়ার কারণ বলে মনে করছেন দর্জিরা। 
ঈদের বাজার ধরতে শবে বরাতের পর থেকেই দর্জি বাড়ির ব্যস্থতা এক সময়ের গল্প কথার মতো। দেশীয় তৈরী পোশাক আর বিদেশী আমদানীকৃত পোশাকের আধিক্যে কমে গেছে দর্জির কদর।

তবুও অর্ডারের জন্য বছরে কয়েকটি উৎসবের অপেক্ষায় থাকেন দর্জিরা, এবার তাও মিলছে না।
অর্ডার মিলছে না কাজের। মহাজনরাও আশায় আছেন, রমজানের দ্বিতীয় ভাগে মিলতেও পারে কাজ।
আজকাল কাপড় কিনে পোশাকের অর্ডার দেয়ার চল কমেছে। আবার ফুটপাথের হকার থাকলেও অর্ডার বাড়তো বলেও মনে করেন দর্জিরা।
মন্দা কাটাতে আশায় দিন গুনছেন দর্জিরা, ঈদ খরচ তো তুলতে হবে।